
যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ লাখ অভিবাসীকে দেশ ছাড়ার নির্দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪শে এপ্রিলের মধ্যে এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন সিএইচএনভি (CHNV) কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধ অভিবাসনের সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে।
সিএইচএনভি কর্মসূচি চালু করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে। ২০২২ সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান।
কর্মসূচির উদ্দেশ্য ছিল অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি নিরাপদ ও বৈধ পথ তৈরি করা। তবে মার্কিন পৃষ্ঠপোষকতা ও প্যারোল নামক অস্থায়ী অভিবাসন মর্যাদার অধীনে থাকা বাধ্যতামূলক ছিল।
ট্রাম্প প্রশাসনের মতে, এই কর্মসূচি অভিবাসন সংকট সমাধানে ব্যর্থ হয়েছে। তাই আগামী ২৪শে এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন অভিবাসী নতুন কোনো কর্মসূচির আওতায় বৈধতা পেতে পারেন, তা এখনও অনিশ্চিত।
এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় নাগরিকের অস্থায়ী বৈধতা বাতিলের বিষয়েও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সিএইচএনভি কর্মসূচিটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, তাই এটি বাতিল করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার অভিবাসীকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।