Monday 31 March, 2025

বাংলাদেশে আসছেন না ইলন মাস্ক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:30, 23 March 2025

বাংলাদেশে আসছেন না ইলন মাস্ক

বাংলাদেশে আসছেন না ইলন মাস্ক

ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে। জানা গেছে, আসন্ন বিজনেস সামিটে আসছেন না ইলন মাস্ক। তার না আসার এই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

২৩শে মার্চ, রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “ইলন মাস্ক এলে এতদিনে আপনারা জানতে পারতেন। ইলন মাস্ক এখন মার্কিন সরকারের অংশ। স্টারলিংকের হয়ে আগে বিভিন্ন দেশ পরিদর্শন করলেও এখন পরিস্থিতি ভিন্ন।”

এদিকে, বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইলন মাস্ককে রাজি করাতে ব্যর্থ হয়েছে ইউনূস প্রশাসন, এমনটা জানিয়েছে বিডা’র একটি অভ্যন্তরীণ সূত্র।

সূত্রটি জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে ইলন মাস্ককে রাজি করাতে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠানো, দূতাবাসের মাধ্যমে দেন-দরবার সবই করা হয়েছে। কিন্তু ফলাফল শূন্য।

বিডা’র নির্বাহী পরিচালক বলেন, “স্টারলিংকের কর্মকর্তারা আগামী ৯ই এপ্রিল একটি ডেমোসেশন করবে। ওইদিন সরকারি কর্মকর্তারা যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে আসবেন তারা টেস্টিং সেশনে অংশগ্রহণ করবেন।”

তিনি বলেন, “প্রকৃতপক্ষে স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ৯০ দিনের নির্ধারিত দিনক্ষণের টার্গেটের কথা আমাদের চিন্তায় রয়েছে।”

আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরুর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হবে বলে নতুন করে আশ্বাস দেন তিনি।