Wednesday 02 April, 2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে: ইসরায়েল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:55, 18 March 2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে: ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে: ইসরায়েল

গাজায় রাতারাতি হামলা চালানোর আগে ইসরায়েলি সরকার হোয়াইট হাউসকে জানিয়েছিল বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। এর কিছুক্ষণ পরেই একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, যুদ্ধে ফিরে আসা ‘ওয়াশিংটনের সাথে সম্পূর্ণ সমন্বিত’ ছিল। হামলার ব্যাপারে ‘ইসরায়েলের প্রতি তাদের অদম্য সমর্থন’ এবং ‘ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার জন্য’ ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে চার শতাধিক ছাড়িয়েছে।