
বাংলাদেশের সরকার বদলালেই সম্পর্কের পরিবর্তন আসতে পারে: ভারত
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।
৮ই মার্চ, শনিবার দিল্লিতে অনুষ্ঠিত “ইন্ডিয়া টুডে কনক্লেভ” নামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি ও পিটিআই-এর।
এ ছাড়া, পাকিস্তান ও চীনের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা মেনে নিতেই হবে।
উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি, চলমান সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা, বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ও নিয়ন্ত্রণ রেখা (এলওসি) নিয়েও আলোচনা করেন।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক সম্পর্কে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন, ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, এবং আমাদের প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে সেই দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথ ওই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে। এটিই আমার প্রধান উদ্বেগের বিষয়।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে দ্বিবেদী বলেন, ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্কেও পরিবর্তন আসতে পারে, তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়া হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে বর্তমানে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনো বিভ্রান্তি বা সন্দেহ এড়ানো যায়।’