Tuesday 04 March, 2025

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরো কর্মী ছাঁটাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 18:46, 27 February 2025

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরো কর্মী ছাঁটাইয়ের নির্দেশ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরো কর্মী ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরো বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ভারসাম্যপূর্ণ বাজেট তৈরিতে সরকারের ব্যয় কমানোর ওপর জোর দেন ট্রাম্প।

এছাড়া, যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। 
মন্ত্রিপরিষদের বৈঠকে ট্রাম্প বলেছেন, এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির প্রশাসক লি জেলডিন তার ১৫ হাজারের বেশি কর্মীর মধ্য থেকে ৬৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছেন। এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি হলো যুক্তরাষ্ট্র সরকারের পরিবেশ সুরক্ষাবিষয়ক স্বাধীন সংস্থা।

রয়টার্স জানিয়েছে, ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ও ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্সকে ৪০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দেশটির ২৩ লাখ বেসামরিক ফেডারেল কর্মীর মধ্যে প্রায় এক লাখ কর্মীকে বরখাস্ত করা হয়েছে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হয়েছে।