Friday 24 January, 2025

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাবেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:01, 23 January 2025

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাবেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাবেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একটি স্মারকলিপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার বিবিসি জানিয়েছিল, দক্ষিণ সীমান্তে এক হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। তারা সেখানে প্রতিবন্ধক স্থাপনে সহায়তা করবে কিন্তু ‘আইন প্রয়োগের’ কাজে জড়িত থাকবে না। এটি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ।

বৃহস্পতিবার বিবিসি তার মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা একটি অভ্যন্তরীণ সরকারি স্মারকলিপির বরাত দিয়ে জানিয়েছে, প্রকৃতপক্ষে ১০ হাজার সেনা মোতায়েনের সম্ভাব্যতার কথা বলা হয়েছে।

শুল্ক ও সীমান্ত সুরক্ষা স্মারকলিপিটি ২১ জানুয়ারি- ট্রাম্পের শপথ গ্রহণের একদিন পর তৈরি করা হয়েছে। এতে ‘১০ হাজার সেনা’ পাঠানোর পরিকল্পনা দেখানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে যে এক হাজার ৫০০ সেনা পাঠানো হচ্ছে তা সেই ১০ হাজার সেনারই অংশ।

তারা সীমান্তে ইতিমধ্যেই মোতায়েন থাকা দুই হাজার ৫০০ সেনার সাথে যোগ দেবে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলো নির্বাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের ‘হোল্ডিং ফ্যাসিলিটি’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।