Wednesday 22 January, 2025

গাজায় বিতরণের জন্য ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত ইউনিসেফের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:29, 18 January 2025

গাজায় বিতরণের জন্য ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত ইউনিসেফের

গাজায় বিতরণের জন্য ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত ইউনিসেফের

গাজায় বিতরণের জন্য ইউনিসেফের ১,৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থাটির মুখপাত্র রোজালিয়া বোলেন। তিনি বলেন, ত্রাণ সরবরাহের কাজ ইতোমধ্যে শুরুও হয়ে গেছে।

গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবির থেকে বোলেন আল জাজিরাকে বলেন, আমাদের ১,৩০০ ট্রাক পণ্য আনার ব্যবস্থা আছে। এরপর আরো ৭০০ ট্রাক পণ্য অল্প সময়েই নিয়ে আসা যাবে। তিনি আরো বলেন, এসব কেবল আমরা একা ব্যবস্থা করিনি। বরং এক্ষেত্রে অন্যান্য মানবিক কর্মীরাও আমাদের সরবরাহ করেছে।

ইউনিসেফ মুখপাত্র বলেন, যখনই তিনি কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেন, তখনই ‘প্রচুর ত্রাণ প্যালেট সেখানে জমা থাকে।’

তিনি বলেন, অনেক পরিবার উত্তর গাজা থেকে আল-মাওয়াসিতে এসেছে। তারা তাদের বাড়িতে ফিরে যেতে চায়। এর জন্য মানবিক অভিযানের কেন্দ্রবিন্দুকে জনসংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।