Thursday 16 January, 2025

ভারতীয় পরমাণু সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:05, 9 January 2025

ভারতীয় পরমাণু সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরা

ভারতীয় পরমাণু সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ভারতীয় পরমাণু শক্তি খাতে কাজ করা একাধিক সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি নিউ দিল্লি সফরে থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন।

আইআইটি দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সুলিভান বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে থাকা নিষেধাজ্ঞাগুলোর ওপর কার্যক্রম শেষ করতে যাচ্ছে, যা ভারতীয় পরমাণু সংস্থাগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতায় বাধা সৃষ্টি করেছিল।”

তিনি আরও বলেন, এই পদক্ষেপটি ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অনেক দিন ধরেই প্রত্যাশিত ছিল।

১৯৯৮ সালে পোকরণের পরমাণু পরীক্ষা পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ভারতীয় পরমাণু কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রও কয়েকটি ভারতীয় পরমাণু সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও কিছু সংস্থা নিষেধাজ্ঞামুক্ত হয়েছে, কিন্তু এখনও অনেক সংস্থা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

প্রাক্তন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময়ে পরমাণু চুক্তি সই হলেও, এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে একাধিক প্রতিবন্ধকতা ছিল। সুলিভানের এই ঘোষণায় সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।