Tuesday 28 January, 2025

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:13, 6 November 2024

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ক্রেমলিন, ট্রাম্পকে তার কর্মের উপর মূল্যায়ন করবে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই।

স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে রয়েছে। কারণ ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন ইস্যুতে মস্কো ক্ষুব্ধ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট শব্দের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হব। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের ‘এই সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করতে সক্ষম’, কিন্তু ‘সেই দেশটি সংঘাতের আগুন জ্বালাচ্ছে।

পেসকভ বলেন, ট্রাম্প তার প্রচারণার সময় কিছু ‘কঠোর বিবৃতি’ দিয়েছিলেন। তবে তিনি ‘আন্তর্জাতিক অঙ্গনে শান্তির জন্য তার আকাঙ্ক্ষার কথা, পুরানো যুদ্ধ অব্যাহত রাখার উপর ভিত্তি করে রাজনীতির অবসান ঘটাতে তার আকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলেছিলেন।