
সিডনীতে হবে ভিকারুননিসার ৭৫ বছর উদযাপন
আগামী বছর ৯ নভেম্বর সিডনীতে অনুষ্ঠিত হবে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (VAAUS) আয়োজনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর ‘‘ডায়মন্ড জুবলী’’ উদযাপন । এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি ড: সুরঞ্জনা জেনিফার রহমান।
তিনি জানান, ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া (VAAUS) অতীব আনন্দের সাথে জানাচ্ছে যে, আগামী ৯ ই নভেম্বর ২০২৫ এ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর ‘‘ডায়মন্ড জুবলী’’ উদযাপন করা হবে সিডনীতে ।
VAAUS সভাপতি, ড: সুরঞ্জনা জেনিফার রহমান, অস্ট্রেলিয়া জুড়ে সমস্ত ভিকারুননিসা এলামনাই দের উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি মনে করেন, আগামী বছরের মাইলস্টোন ইভেন্টটি কেবল ভিকারুননিসার উত্তরাধিকারকে সম্মান করবে না, সাথে সাথে সকল ভিকির বন্ধনকে আরও শক্তিশালী করবে।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে, VAAUS দাতব্য কাজের জন্য নিবেদিত হয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বিস্তৃত প্রায় ১২০০ সদস্য এই চ্যারিটি কাজের সাথে সক্রিয়ভাবে জড়িত। গত চার বছরে এই সংগঠনটি প্রায় ৪২ হাজার অস্ট্রেলিয়ান ডলার নানাবিধ দাতব্য কাজে অনুদান হিসেবে তুলে দিয়েছে যা পুরোটাই ব্যয় হয়েছে অস্ট্রেলিয়ান কমিউনিটিতে৷
VAAUS সাধারণ সম্পাদক, তাসরিনা নাহিদ, আরও তথ্যের জন্য VAAUS ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নজর রাখতে সবাইকে উৎসাহিত করছেন৷