বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

আসিয়ানে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ নূর-উর-রহমান খোকন

সিডনি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৫ মার্চ ২০২৪

আসিয়ানে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ নূর-উর-রহমান খোকন

আসিয়ানে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ নূর-উর-রহমান খোকন

দুনিয়ার অন্যতম বহুমাত্রিক রাজনৈতিক ও ব্যবসায়ী এসোসিয়েশন 'আসিয়ান', যার বার্ষিক অধিবেশনে উপস্থিত থাকতে অস্ট্রেলিয়ান সরকার রীতিমতো অনুরোধ করে থাকেন। এহেন এসোসিয়েশনের একটি আন্তর্জাতিক মিটিং অনুষ্ঠিত হয়ে গেলো অস্ট্রেলিয়ায় এবং সেই অধিবেশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজি এমপি নিজে সিডনিতে বসবাসরত পরিচিত মুখ ডাঃ নূর-উর-রহমান খোকনকে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে কাজ করার জন্য আসিয়ানের 'বিজনেস চ্যাম্পিয়ন' হিসেবে নিয়োগ দিয়েছেন। গত ৫ই মার্চ আসিয়ান-অস্ট্রেলিয়ার শীর্ষ সম্মেলন চলাকালীন সময়ে এই চমকপ্রদ ঘোষণাটি আসে।

অস্ট্রেলিয়ার Southeast Asia Economic Strategy – Invested : Australia’s Southeast Asia Economic Strategy to 2040-এর আওতায় অন্যতম উদ্যোগ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে ডাঃ নূর রহমানের ভূমিকা হবে আসিয়ান ও অস্ট্রেলিয়া বিশেষ করে অস্ট্রেলিয়া-ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কাজ করা । অস্ট্রেলিয়া ও আসিয়ানের মধ্যে বৃহত্তর বাণিজ্যিক সংযোগ সহজতর ও বৃদ্ধি করার জন্য কয়েকজন প্রথিতযোশ্যা বিজনেস চ্যাম্পিয়নদের নিয়োগ দেওয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়নগণ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর জন্য সুপারিশ এবং বাস্তবায়ন সহায়তা দেবে।

আসিয়ানে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ নূর-উর-রহমান খোকনপ্রধানমন্ত্রী এন্থনি এলবানিজি আসিয়ানের জন্য ২ বিলিয়ন বিনিয়োগ অর্থায়নও ঘোষণা করেন। বিজনেস চ্যাম্পিয়নরা আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে বিনিয়োগের সুযোগগুলি চিহ্নিত করা, বৃদ্ধি করা ও সহজতর করার পাশাপাশি অস্ট্রেলিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সহায়তা দানের মাধ্যমে অস্ট্রেলিয়ান কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।

ডাঃ নূর রহমানের কৃষি, খাদ্য উৎপাদন, বিপণন ও খাদ্য ব্যাবস্থাপনাসহ বিভিন্ন শিল্পে বহু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে । তিনি আট বছর ব্রুনেই এর বৃহত্তম সরকারী খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং ব্রুনাই হালাল উৎপাদন সুবিধা এবং গ্লোবাল হালাল ফুড ব্র্যান্ড উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশ, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কাজ করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কৃষি খাদ্য বিষয়ে পরামর্শ ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রিস্টিন প্যাসিফিক অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) সংক্ষেপে আসিয়ান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।

আসিয়ান দেশগুলোর মিলিত ভূখণ্ড ৪৪.৬ লক্ষ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের ৩% এবং এর মিলিত জনসংখ্যা প্রায় ৬০ কোটি, যা বিশ্বের জনসংখ্যার ৪.৪%। আসিয়ানের সমুদ্র সীমা তার ভূখণ্ডের তুলনায় প্রায় তিন গুণ বড়। ২০১২ সালে, এর মিলিত জিডিপি মার্কিন $২.৩ ট্রিলিয়নের অধিক ছিল। যদি আসিয়ান একটি একক সত্তা হত, তাহলে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান ও জার্মানি পিছনে থেকে।

ডঃ নুর-উর-রহমান খোকন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি, ব্যক্তিজীবনে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া যুবলীগের নেত্রী ডাঃ লাভলী রহমানের জীবনসঙ্গী।