
‘লোগি ২০২৩’ এওয়ার্ডে মনোনয়ন পেলেন অভিনেতা অর্ক দাশগুপ্ত
অর্ক দাশগুপ্ত আমাদের নিজেদের তারকা, সিডনিতে বেড়ে ওঠা বাংলাদেশের চট্রগ্রামের তরুন। তবে এখন তিনি সারা বিশ্বের। প্রখ্যাত কলামিস্ট অজয় দাশগুপ্ত ও দীপা দাশগুপ্তের একমাত্র সন্তান অর্ক দাশগুপ্ত মূলধারার মিডিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা, চলচিত্রকার, নাট্যকার, গল্পকার। এদেশের অভিনেতাদের আরাধ্য এওয়ার্ড 'টিভি ইউক লোগি ২০২৩'এর মনোনয়ন পেয়ে গিয়েছেন তিনি। চমকপ্রদ এই মনোনয়নে অস্ট্রেলিয়ার বাঙালীরা আনন্দিত। আমাদেরই একজন এতো বড় মাপের একটি মনোনয়ন পাবেন যা ক'দিন আগেও চিন্তার বাইরেই ছিলো।
অর্ক দাশগুপ্ত এরই মধ্যে বলিউড, হলিউডের মূল ধারা কয়েকটি চলচিত্রে অভিনয় করে দর্শকদের বাহবা কুড়িয়েছেন, সমালোচকদের প্রশংসায় ভেসেছেন। এবছর একই বিভাগে মনোনয়ন পেয়েছেন উপমহাদেশের তিনজন ডাকসাইটে অভিনেতা। অর্ক Most Outstanding Supporting Actor হিসেবে সিডনিতে দর্শক মুগ্ধতায় ধন্য 'Here Out West' নামের ABC চ্যানেলে একটি শর্ট ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য এই মনোনয়ন পান।
অস্ট্রেলিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুদর্শন অর্ক দাশগুপ্ত ক্রমে যায়গা করে নিয়েছেন নিজ গুনে, নিজ পরিশ্রমে। এখনতো কাজ করছে বলিউড এবং হলিউডেও। এবার প্রথম বাঙালী অস্ট্রেলিয়ান হিসেবে ইতিহাস সৃষ্টি করে অস্ট্রেলিয়ার প্রখ্যাত 'লোগি ২০২৩'-এ তাঁর নমিনেশন আমাদের অনেক বড় প্রাপ্তি।