Wednesday 02 April, 2025

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩-এ নতুন নেতৃত্ব

সিডনি প্রতিনিধি

প্রকাশিত: 20:24, 27 June 2023

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩-এ নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩-এ নতুন নেতৃত্ব নির্বাচিত

সিডনির ল্যাকেম্বায় গ্রামীণ রেস্টুরেন্টের কনফারেন্স হলে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড. খায়রুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন আব্দুল জলিল, শফিকুল আলম, এমদাদ হক, আমজাদ খান, নির্মাল্য তালুকদার, শেখ হৃদয়, উবায়দুল হক, নোমান শামীম, বাবুল হাসান বাবু, ওসমান গনি প্রমুখ।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩-এ নতুন নেতৃত্ব নির্বাচিত

উদ্বোধনী অধিবেশনে বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ করা হয় এবং সংগঠনকে আরও গতিশীল করবার জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় বক্তারা অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতীতের মতো আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩-এ নতুন নেতৃত্ব নির্বাচিত

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সাব্জেক্ট কমিটির সভায় প্রধান নির্বাচন কমিশনার নাসিম সামাদ ও সহকারী নির্বাচন কমিশনার সৈয়দা তাজমিরা আক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন। সভায় সভাপতি পদে ড. আবুল হাসনাৎ মিল্টন এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন প্রধানীয়া  নির্বাচিত হন।