
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সম্মেলন ২০২৩ নির্বাচন নাকি সমঝোতা?
অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার অবস্থানরত মূলত সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে গঠিত প্রবাসী সংগঠন। অস্ট্রেলিয়া বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির অন্যতম পথিকৃত ও সাবেক ছাত্রলীগ নেতা ড. আব্দুর রাজ্জাক কমিটিতে সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে নব্বইএর গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ছাত্রলীগ নেতা ড. আবুল হাসনাৎ মিল্টন নির্বাচিত হন। পরবর্তীতে ডঃ আব্দুর রাজ্জাক প্রয়াত হলে পরীক্ষিত সহ-সভাপতি ডঃ খাইরুল চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন।
দেশে নির্বাচন সমাগত, এসময় দলীয় ঐক্য ও মেধাবী নেতৃত্বের বিকল্প নেই। চারিদিকে বহিরাগত শত্রু ও দেশীয় তাবেদারদের নিয়ে বাংলাদেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে মরিয়া দেশবিরোধীরা। বসে নেই প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব। তারাও ছেড়ে দিতে নারাজ, দুইহাত দেখিয়ে দেয়ার যুদ্ধাবস্থায় বাংলাদেশে লড়তে থাকা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ডঃ আব্দুল হাসনাত মিল্টন।
সর্বজন শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সভাপতি ডঃ খায়রুল চৌধুরী বলেছেন, তিনি দলের স্বার্থে যে কোন দ্বায়িত্ব নিতে প্রস্তুত, তবে, সবার মতামত মেনে নিয়ে একসাথে কাজ করতেও রাজী।
কারা কারা এগিয়ে আছেন জানতে চাইলে, বিভিন্ন দ্বায়িত্বে ডঃ খায়রুল চৌধুরী, ডঃ আবুল হাসনাত মিল্টন, ডাঃ লাভলী রহমান, মোঃ শফিকুল আলম, জাকির প্রধানীয়া, মুনীর হোসেইনের নামসহ অন্যান্যদের নাম আসছে বলে জানিয়েছেন ওয়াকিবহাল মহল। আসন্ন সম্মেলনে নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন নাসিম সামাদ। আগামী ২৫শে জুন, লাকেম্বাস্থ গ্রামীন হলে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক।
আসন্ন সম্মেলন উপলক্ষ্যে সাড়া পড়েছে আওয়ামী ঘরানার সবার মধ্যে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যতটুকু সম্ভব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটির পক্ষে মতামত দিয়েছন দলের নেতা-কর্মীরা।