
লাকেম্বা লেবার পার্টির ইফতার অনুষ্ঠিত
গত শুক্রবার (৭ এপ্রিল) সিডনির কালেম্বাস্থ লাইব্রেরী হলে লাকেম্বা ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্টারবুরীর নবনির্বাচিত সংসদ সদস্য শোফি কোটসিস ও ব্যাংকসটাউনের নবনির্বাচিত জিহাদ দীব, কাউন্সিলর কার্ল সালেহ উপস্থিত ছিলেন।
ভাতৃসুলভ ইফতারে আরো অংশ নেন সর্বজনাব গামা আব্দুল কাদির, লেবার নেতা মোঃ শফিকুল আলম, সাজ্জাদ সিদ্দীক, সাদাত হোসেইন, মনিরুল হক জর্জ, মোবারক হোসেইন, মহীউদ্দীন মহী, এনাম হক, আবিদা আসওয়াদ, সুলতানা আখতারসহ স্থানীয় লেবার নেতৃবৃন্দ ও পরিবারবর্গ। সভাপতি ডাঃ আব্দুল ওয়াহাবের উপস্থিতিতে ইফতার মাহফিলের উপাস্থাপনা করেন অর্থ বিষয়ক সম্পাদক রানা শরীফ। বক্তব্য রাখেন সহ-সম্পাদক শিরিন আখতার, কাউন্সিলর কার্ল সালেহ, জিহাদ দীব এমপি, শোফি কটসিস এমপি।
হলভর্তি নেতা-কর্মীদের উপস্থিতিতে পবিত্র রমজানের ইফতারের অংশ নেন সবাই। ইফতার শেষে বিশেষ দোয়া চাওয়া হয় সৃষ্টিকর্তার কাছে। এসময়
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবধারা পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ ও মুক্তমঞ্চ মত্রিকার সম্পাদক আল নোমান শামীম।