Monday 31 March, 2025

ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’ 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 00:26, 22 March 2025

ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’ 

ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’ 

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি সিকান্দার আসছে ঈদে মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে এবং এটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে বলে আশা করা হচ্ছে।

ঈদে সালমান খানের ছবি মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে ঝড় ওঠা। সিকান্দারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবিটির ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে, যেখানে সালমানের অ্যাকশন, গল্প এবং স্টাইলের প্রশংসা করা হচ্ছে।

যদিও নির্মাতারা ছবির গল্প নিয়ে খুব বেশি কিছু বলেননি, তবে জানা গেছে এটি একটি অনুপ্রেরণাদায়ক গল্প, যেখানে ন্যায়বিচারের জন্য লড়াই করা এক সাহসী মানুষের কাহিনি তুলে ধরা হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস এবং এতে রাশমিকা মন্দান্না ও প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, সিকান্দার বিশাল বক্স অফিস সাফল্য অর্জন করবে এবং বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা হতে পারে। আন্তর্জাতিক বাজারেও ছবিটি ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে।

প্রীতমের সুরে ছবির গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে দিল সে সিকান্দার এবং তেরা নাম। সালমান ইতোমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত, বিভিন্ন ইভেন্ট ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। নির্মাতারা দর্শকদের আরও আগ্রহী করতে প্রি-রিলিজ স্ক্রিনিংয়ের আয়োজনও করেছেন।

সব মিলিয়ে, সিকান্দার সালমান খানের আরেকটি ব্লকবাস্টার হওয়ার পথে রয়েছে, যা ঈদের আনন্দ দ্বিগুণ করবে।