Monday 31 March, 2025

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:05, 17 March 2025

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)। একসময় দিন-রাত শুটিংয়ে ব্যস্ত থাকলেও এখানে বিভিন্ন ফ্লোর তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে এফডিসি। হারাতে বসেছে তার জৌলুস। অগের তুলনায় অনেক অংশেই কমে গেছে শুটিং।

বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। বলতে গেলে, একেবারেই দৈন্যদশা চলছে চলচ্চিত্রের একসময়ের এ ব্যস্ততম স্থানটির।

এফডিসির বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই হতাশা ব্যক্ত করতে দেখা যায় অভিনয়শিল্পীদের। এবার এফডিসি প্রসঙ্গে সম্পর্কে মন্তব্য করলেন দেশের বর্ষীয়ান অভিনেত্রী নূতন।অভিনেত্রীর মতে, এফডিসিকে এখন ভূতুড়ে বাড়ি মনে হয়। 

সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আয়োজনে ইফতার পার্টিতে হাজির হন এ বর্ষীয়ান অভিনেত্রী। সেখানে এফডিসি প্রসঙ্গে কথা বলেন নূতন। অভিনেত্রী বলেন, ‘যে এফডিসি নিয়ে আমরা গর্ব করেছি, একসময় কাজ করেছি সেই এফডিসির জন্য আজ হা-হুতাশ করি।

এফডিসিতে গেলে মনে হয় এটাই তো আমাদের সেই জায়গা, আমাদের স্বপ্নপুরী। আর আজকে কী অবস্থা! কোনো লোকজন নেই, কোনো ছবির শুটিং হচ্ছে না। যার জন্য মন খারাপ লাগে।’

বর্তমানে ইন্ডাস্ট্রিতে কিছু সিনেমা হলেও এফডিসিতে নেই শুটিং তৎপরতা। এ কথা জানিয়ে নূতন বলেন, ‘ছবি হচ্ছে, এখন কিছু ছবি হচ্ছে।

তবে সেটা কিন্তু এফডিসিতে হচ্ছে না। সবাই বাইরে চলে যাচ্ছে। গ্রামেটামে গিয়ে ছবি বানাচ্ছে। কিন্তু এফডিসির ভেতরে হচ্ছে না। যার জন্য আমাদের এফডিসি একেবারেই বন্ধ বলতে কী এখন ভূতুড়ে বাড়ির মতো।’

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা তিনি। নায়িকা, ভাবি, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন। তবে বর্তমানে পর্দা থেকে দূরেই রয়েছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।