Monday 31 March, 2025

বরবাদের প্রথম গান দ্বিধায় শাকিব-ইধিকার রোমান্স

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:08, 15 March 2025

বরবাদের প্রথম গান দ্বিধায় শাকিব-ইধিকার রোমান্স

বরবাদের প্রথম গান দ্বিধায় শাকিব-ইধিকার রোমান্স

উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া  ‘বরবাদ’ সিনেমার প্রথম গান ‘দ্বিধা’। ইনামুল তাহসীনের কথায় গানটির মিউজিকের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।

প্রেমে পড়ার অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স! অনেক দিন পর শাকিব খানকেও অন্যরকম লাগছে বলে মন্তব্য করেন কেউ কেউ। তবে আপাতত এ জুটির রোমান্সে মজেছেন দর্শক।

মুক্তির ১৮ ঘণ্টায় এখন পর্যন্ত ১১ লাখেরও বেশি দর্শক গানটি দেখেছেন ইউটিউবে। পাশাপাশি মন্তব্য করেছেন প্রায় দশ হাজারের মতো। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।