Wednesday 02 April, 2025

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:51, 7 March 2025

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন

ফের বিয়ে করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার স্ত্রীর নাম তানিয়া শারমীন শিপা। তিনি একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আনিসুর রহমান মিলন জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।

নবজীবনের অনুভূতি জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান।

আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান।’ 

প্রসঙ্গত, ১৯৯৯ সালে লুসি গোমেজকে বিয়ে করেন আনিসুর রহমান মিলন। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর মিলন করেন পলি আহমেদকে। মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা। এর পর অভিনেতা স্বীকার করেন। ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পলি আহমেদ মারা যান।