Tuesday 04 March, 2025

‘বরবাদ’ আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:59, 2 March 2025

‘বরবাদ’ আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর

‘বরবাদ’ আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর

প্রকাশের পরপরই রীতিমতো ঝড় তুলেছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার টিজার। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুক্তি পায় টিজারটি। আর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক প্রশংসায় ভাসছেন দেশের শীর্ষ তারকা শাকিব খান। সিনেমাটিকে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে।

শাকিব খানের দীর্ঘদিনের বন্ধু ও বরবাদের সহকর্মী মিশা সওদাগরের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি।
 
‘বরবাদে’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বরবাদের গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিক্যাল দিক সবচেয়ে উন্নত মানের।

এটা একেবারের বাংলাদেশেরই সিনেমা। কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন।’

মিশা আরো বলেন, ‘আমি প্রায় হাজারও সিনেমা করেছি।

কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শুধু আমি না, শাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারে আলাদা।’ রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে  ‘বরবাদ’। মিশা বলেন, “এত বড় ছবিতে ইনভেস্ট করেছেন প্রযোজক শাহরিন আপু। তিনি এডুকেটেড এবং বিচক্ষণ মানুষ।

নিশ্চয়ই তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করে ‘বরবাদ’-এর মতো ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই। একজন শিল্পী হিসেবে বলব, তার মতো বড় মনের প্রযোজক এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো দরকার।”

বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’। আর এ সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল। এটি রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।