Tuesday 04 March, 2025

আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:17, 24 February 2025

আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন

আজীবন সুখে থাকার জন্য আপনাদের দোয়া চাই: মেহজাবীন

দীর্ঘদিনের প্রেমের পর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চুপিসারে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে আজ (সোমবার) ঢাকার অদূরে একটি রিসোর্টে।

বিয়ের বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে সম্পর্কের সত্যতা নিশ্চিত করেছেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী বলেন, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা আমাদের বন্ধন চিরতরে এক করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

এর পর তাদের প্রেমের সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে তিনি বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন।

সেসময় আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম। সে চলে যাওয়ার সাথে সাথে অনুভব করেছি যে, আমার হৃদয়ের একটি টুকরো সে তার সঙ্গে করে নিয়ে গেছে। 

মেহজাবীন আরো বলেন, ১৩ বছর পরে আজ আমরা এখানে, একসাথে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি চরাই উতরাই একসঙ্গে অতিক্রম করছি। মানুষ বলে যে, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়, আমরা এটিকে প্রায় দ্বিগুণ করেছি।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, নতুন এই অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা আজীবন সুখে এবং একত্রিত থাকার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই।

এদিকে গতকাল অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু তারপরেও তা ফাঁস হয়।