Thursday 16 January, 2025

বিয়ে করলেন আরমান মালিক, পাত্রী কে?

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:58, 2 January 2025

বিয়ে করলেন আরমান মালিক, পাত্রী কে?

বিয়ে করলেন আরমান মালিক, পাত্রী কে?

বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি দিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।

২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা।

ক্যাপশনে তারা লেখেন, তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)। ছবিতে দেখা যায়, এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চার হাত এক করছেন তারা।
বিয়ের জন্য দুজনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না।

অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান ও আশনা। জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।