Wednesday 15 January, 2025

কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:29, 8 September 2024

কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

প্রথমবারের মত মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

এর আগে, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম।

অবশেষে জানা গেল মা হয়েছেন দীপিকা। এবারের ভারতীয় লোকসভা নির্বাচনে ভোটের দিন দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেবিবাম্প দেখানোর পরও সেই গুঞ্জনও ভেস্তে যায়।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের। সেখান থেকেই প্রেম, অবশেষে বিয়ে। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’তে।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। সিনেমাতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে। এতে রণবীর সিংকেও দেখা যাবে।