Monday 31 March, 2025

বাংলাদেশের অন্যতম কলামিষ্ট ও ছড়াকার অজয় দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:53, 9 January 2024

আপডেট: 22:04, 9 January 2024

বাংলাদেশের অন্যতম কলামিষ্ট ও ছড়াকার অজয় দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা

বাংলাদেশের অন্যতম কলামিষ্ট ও ছড়াকার অজয় দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা

দেশ বিদেশের মিডিয়ার স্বনামধন্য কলাম লেখক, সুবক্তা ছড়াকার ও প্রাবন্ধিক অজয় দাশগুপ্ত ১০ জানুয়ারি ৬৫-তে পা রাখলেন। চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া লেখক বহু বছর ধরে সিডনি প্রবাসী হলেও সমানতালে জনপ্রিয় কলাম লেখক হিসেবে দেশে সমাদৃত এবং দেশের প্রায় সব প্রথমসারির পত্রপত্রিকা ও সামাজিক মিডিয়ায় সচল। 

রাজনৈতিক কলাম, প্রবন্ধ, কবিতা ছড়াও গল্প মিলিয়ে বেশকিছু প্রকাশনা আছে তার। প্রায় তিন দশক ধরে অনবরত লিখছেন তিনি, উৎসাহিত করছেন এবং পথ দেখাচ্ছেন পরবর্তী প্রজন্মকে। 

কবিতায় জাতীয় বাংলাদেশ গণপরিষদের জাতীয় পুরস্কারসহ অস্ট্রেলিয়ান পার্লামেন্টে  আদিবাসী ও বহুজাতিক সংস্কৃতি পদক লাভ করেছেন। তার ঝুলিতে আছে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রবর্তিত সাফাল পদক। সার্ক দেশভুক্ত দেশগুলোর স্বীকৃত সংগঠন সাফালের এই পদকপ্রাপ্ত প্রথম বাংলাদেশি তিনি। সম্প্রতি পেয়েছেন বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি পুরস্কার। 

মুক্তমঞ্চ পত্রিকার নিয়মিত কলাম লেখক অজয় দাশগুপ্তের ৬৫তম জন্মদিনের শুভেচ্ছা।