Wednesday 22 January, 2025

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:53, 19 January 2025

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু

চার দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে প্রতিবেশি দেশ নেপালে ৪২ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে থিংকস টু সাপ্লাই নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই আলু রপ্তানি সম্পন্ন করে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তাসীন ট্রেড লিংক নামের সিএন্ডএফের মো. মমিন জানান, আমরা থিংকস টু সাপ্লাই নামের রপ্তানীকারক গ্রুপের মাধ্যমে আলুগুলো নেপালে পাঠিয়েছি। এ আলুগুলো নেপালের কাকরভিটায় যাবে। আলুগুলো রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বেশ কিছু এলাকার বলে তিনি জানান।

ভৌগলিক অবস্থানগত দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটিতে ৯৫ শতাংশই পাথর আমদানি নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানী হচ্ছে ভারত ও নেপালে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, বিভিন্ন যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।