
সাকিনা আক্তার, বিশেষ প্রতিবেদক: ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া (ভিএঅস) আয়োজিত চ্যারিটি ইভেন্ট "ফান্ড রেইজিং মর্নিং টি " গত ১৪ অগাস্ট রবিবার ম্যাকুয়ারি লিংকস কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান থেকে টিকেট বিক্রি বাবদ চার হাজার অস্ট্রেলিয়ান ডলার তহবিল সংগৃহীত হয়েছে যা সিডনীর একটি অলাভজনক সংগঠন "কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনক (সিডিএনআই)"-এর একটি প্রকল্প "হার বিজনেসে"এ দান করা হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত অভিবাসী নারীরা ৬ সপ্তাহ ব্যাপী ৬ দিনের একটি প্রশিক্ষন কর্মশালায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে নিজেদেরকে স্বাবলম্বী হয়ে গড়ে তোলার সুযোগ পাবেন।
ভিএঅসের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ মাহবুবা খানম মুক্তা, জেনারেল সেক্রেটারী ডাঃ সুরঞ্জনা জেনিফার রহমান ও ট্রেজারার তাসরিনা নাহিদ ত্বন্নী সকলের উপস্থিতে সিডিএনআই-এর প্রেসিডেন্ট কাউন্সিলর ডাঃ সাবরিন ফারুকীর হাতে প্রতীকি চেক তুলে দেন৷ সবশেষে ভিকারুননিসা এলামনাইদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভবিষ্যতে আরো বেশি চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহনের অংগীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।