
সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ, প্রথম রোজা শনিবার
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় শনিবার (১ মার্চ) দেশটিতে প্রথম রোজা পালন করা হবে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর সৌদি সরকার ঘোষণা দেয়, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশের সব স্থান থেকে চাঁদ দেখতে পারেনি সৌদিরা।
তবে সৌদি সরকারের চাঁদ দেখা-সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ১৪৪৬ হিজরি সনে রমজান মাস শুরু হচ্ছে শুক্রবার রাত থেকে। আর প্রথম রোজা পালিত হবে শনিবার। ওমানের আকাশেও রমজানের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ওমানেও প্রথম রোজ পালিত হবে শনিবার।