Sunday 20 April, 2025

শততম ম্যাচ খেলতে নেমেই ইনজুরি নেইমার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:58, 17 April 2025

শততম ম্যাচ খেলতে নেমেই ইনজুরি নেইমার

শততম ম্যাচ খেলতে নেমেই ইনজুরি নেইমার

ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান তারকা খেলতে নেমে ছিলেন শততম ম্যাচ। অথচ সেই সেই ম্যাচে তাকে মাঠ ছাড়তে হলো কাঁদতে কাঁদতে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে শততম ম্যাচের উদযাপন আনন্দে কিছুক্ষণ পরই রূপ নিলো বিষাদে।

আতলেতিকো মিনেইরোর বিপক্ষে বুধবার রাতে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিআতে খেলতে নেমেছিলেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। ওই মাঠে ম্যাচটি ছিলো তার শততম ম্যাচ।

সেঞ্চুরির ম্যাচটি তার বিষাদে রূপ নেয়। ম্যাচের মাত্র ৩৪ মিনিট পরই বাঁ পায়ের উরুতে চোট পান নেইমার। চোট বেশ গুরুতর হওয়ায় তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি মাঠ ছাড়ার আগে অবশ্য তার দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিজের ১০০তম ম্যাচ উদযাপনের জন্য বিশেষ ১০০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নেইমার।

হয়তো কিছুটা চোট নিয়েই শততম ম্যাচটি খেলতে নেমে ছিলেন তিনি। ম্যাচ শুরুর সময়ই দেখা যায়, তার দুই পা-ই ব্যান্ডেজে মোড়ানো। মাঠে নামার পরপরই আবারো দেখা দেয় চোট। ম্যাচে দেখা যায় বাঁ উরুতে অস্বস্তি প্রকাশ করতে শুরু করেন তিনি। একই স্থানে আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। গত রোববারই চোট কাটিয়ে মাঠে ফিরে ছিলেন তিনি। ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ছিলেন সেদিন।

নিজের দল ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরপরই নেইমার সাইডলাইনে ইশারা করে বদলির অনুরোধ জানান। কাঁদতে কাঁদতে বের হন তিনি। এসময় তাকে সান্তোসের ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচ খেলেননি তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। তার বাঁ হাঁটুতে এসিএল ও মিনিসকাস ছিঁড়ে যায়। এবার আবারো পড়লেন ইনজুরিতে।