Sunday 06 April, 2025

মার্কিন সরকারের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক!

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:53, 4 April 2025

মার্কিন সরকারের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক!

মার্কিন সরকারের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক!

মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এটি সরকারের সরাসরি কোনো অংশ নয়, তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো ছিল এই বিভাগের কাজ।

ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসেন। তার পর মাস্কের পরামর্শে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে তোলপাড় সৃষ্টি করেছিল। এখনো এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।

ট্রাম্পের ওই বক্তব্য সম্পর্কে অবগত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ইলন মাস্ক এখন তাঁর ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তায় একটি ভূমিকাও পালন করবেন।

মাস্ক ও তাঁর বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনই এ বিষয়ে একমত হন যে, মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।

এ নিয়ে ইলন মাস্ক ও হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে মাস্ক সরকারি দায়িত্ব ছাড়ছেন—এটি প্রায় নিশ্চিত বলে সংবাদে ইঙ্গিত দেওয়া হয়েছে।