Tuesday 04 March, 2025

বিএনপির কাউন্সিলে ভোট পড়ল ভোটারের চেয়ে বেশি, ফল স্থগিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:10, 17 February 2025

বিএনপির কাউন্সিলে ভোট পড়ল ভোটারের চেয়ে বেশি, ফল স্থগিত

বিএনপির কাউন্সিলে ভোট পড়ল ভোটারের চেয়ে বেশি, ফল স্থগিত

গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন ৪৫৯ জন, কিন্তু ভোট পড়েছে ৪৮৫টি। এ কারণে শুরু হয় সমালোচনা এবং ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের এ অসংগতি দেখা দেয়ায় ফল স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার।

আব্দুল আউয়াল আরজু বলেন, “ভোট গণনার পর দেখা যায়, ব্যালট বাক্সে ভোটারের চেয়ে বেশি ব্যালট পাওয়া গেছে। এই ধরনের অসঙ্গতি থাকার কারণে ফল স্থগিত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এ ঘটনা ব্যাপক সমালোচনা এবং মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে এলাকায়। রাজনীতি সচেতন সাধারণ মানুষ এ নিয়ে মুখ খুলেছেন। কয়েকজনের সাথে কথা হয় প্রতিবেদকের।

রইস উদ্দিন নামের একজন দোকানদার বলেন, বিএনপি যে ভুয়া ভোটার আর জাল ভোটের কারিগর, এই ঘটনাতেই তার প্রমাণ হয়। এজন্যই ওরা ভোটের মেশিনের (ইভিএম) বিরোধিতা করে। কারণ ওইখানে ভুয়া ভোটার ধরা পড়ে যায়। বিএনপি আমলের দেড় কোটি ভুয়া ভোটারের কথা তো সবার মনে আছে।

রইস উদ্দিনের মত একই প্রতিক্রিয়া জানালেন আরও কয়েকজন স্থানীয় বয়ঃজ্যেষ্ঠ ব্যক্তি। তারা দাবি করেন, যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো একই কায়দায় নির্বাচন করে ক্ষমতায় যেতে চাইবে।

যদিও বিএনপির কর্মীদের দাবি, বিএনপির কাউন্সিলের ফলাফলকে বিতর্কিত করতে জামায়াত-শিবির এই চক্রান্ত করেছে। তারা ভোটের ফলাফল বিতর্কিত করতেই নিজেদের লোক দিয়ে এই ষড়যন্ত্র করেছে।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মণ্ডল।

সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়, যেখানে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ করা হয়, কিন্তু গণনার সময় ভোটের সংখ্যা পাওয়া যায় ৪৮৫, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। এরপর ভোটের এই অসঙ্গতির কারণে কাউন্সিলের ফল স্থগিত করা হয়।