Sunday 20 April, 2025

চাল-তেল-পেঁয়াজ-সবজিসহ সব নিত্যপণ্যের দাম নাগালের বাহিরে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:51, 18 April 2025

চাল-তেল-পেঁয়াজ-সবজিসহ সব নিত্যপণ্যের দাম নাগালের বাহিরে

চাল-তেল-পেঁয়াজ-সবজিসহ সব নিত্যপণ্যের দাম নাগালের বাহিরে

বাজারে চাল, সয়াবিন তেল, পেঁয়াজসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে ঈদের আগের তুলনায় ব্রয়লার ও সোনালি মুরগির দাম সামান্য কমতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, বেশ কিছুদিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু তথা মিনিকেট চাল। গত মাসে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছিল। সেই দাম কমেনি; বরং দুই সপ্তাহের ব্যবধানে আরও ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল, কাঁঠালবাগান বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মানভেদে নাজিরশাইল চাল ৮৫ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬২ থেকে ৬৫ টাকা আর মোটা জাতের স্বর্ণা চাল ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে খুচরা দোকানে রশিদ, ডায়মন্ড, সাগর ইত্যাদি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ দুই আগে এসব চাল ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হয়েছে। মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম আরও বেশি। প্রতি কেজি মোজাম্মেল এখন ৯৬ থেকে ১০০ টাকা।

এ ছাড়া, মানভেদে নাজিরশাইল চাল ৮৫ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬২ থেকে ৬৫ টাকা আর মোটা জাতের স্বর্ণা চাল ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাজারে বোরো ধানের চাল আসলে তারপর চালের দাম কমতে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, এক লিটার সয়াবিন তেলের দাম হয়েছে ১৯০ টাকা, যা এত দিন ছিল ১৭৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন ও সয়াবিনের বিকল্প খোলা পাম তেলের দামও বেড়েছে লিটারে ১৩ থেকে ১৫ টাকা। দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও। বড় বাজারগুলোতে গতকাল এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৮ টাকা দরে। পাড়া–মহল্লায় দাম নেওয়া হয়েছে ৬২ থেকে ৬৫ টাকা করে।

বিক্রেতারা জানান, গত সপ্তাহের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে শেষে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের গ্রীষ্মের সবজি। তবে এসব সবজির দাম তুলনামূলক অনেক বেশি। যেমন প্রতি কেজি পটোল ৬৫ থেকে ৭৫ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ৮৫ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০ থেকে ৬০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমতে দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৩০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছে। আর গত মাসের শেষে বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা। ওই সময় সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৩০ টাকায়।