
চলতি বছর বাংলাদেশে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে: বিশ্বব্যাংক
চলতি বছরে বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্রের তালিকায় যুক্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এতে করে দেশে অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে ৯ দশমিক ৩ শতাংশে, যা আগের ৭ দশমিক ৭ শতাংশ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।
বাংলাদেশে বর্তমানে ইউনূস সরকারের সময়ে শ্রমবাজারের দুর্বলতা অব্যাহত থাকায় এবং শ্রমিকদের মজুরি হ্রাস পাওয়ায় বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে আসার ঝূকিতে আছে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক “বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট” প্রতিবেদনে বলা হয়েছে, দেশের শ্রমবাজারের দুর্বলতা অব্যাহত থাকায় এবং প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির ফলে দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা সামগ্রিকভাবে বৈষম্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
এছাড়া, বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, জাতীয় দারিদ্র্যের হার চলতি বছরে সাড়ে ২০ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে।