Sunday 27 April, 2025

কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানাল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:39, 25 April 2025

কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানাল আওয়ামী লীগ

কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানাল আওয়ামী লীগ

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বর জঙ্গি-সন্ত্রাসী হামলার মাধ্যমে নিরপরাধ পর্যটকদের হত্যা করা হয়েছে, তা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আওয়ামী লীগ মনে করে, বিশ্বসভ্যতায় এ ধরনের জঘন্য হামলার কোনো স্থান নেই। বিবৃতিতে বলা হয়, “জঙ্গি সংগঠনগুলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে, যা গোটা মানবজাতির জন্য হুমকি। এই সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারাও মানবতার শত্রু।”

বিবৃতিতে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়, “দুঃখজনক হলেও সত্য, গত আট মাসে বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। লাখো মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি-ব্যবসায় হামলা ও লুটপাট চলছে, অপরাধীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে।”

আওয়ামী লীগ জানায়, তারা ভারতের জনগণের পাশে আছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিবৃতির শেষাংশে বলা হয়, “আমরা বিশ্বাস করি, জঙ্গি ও সন্ত্রাসবাদের পরাজয়ের মধ্য দিয়েই মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। পৃথিবী তখন আরও নিরাপদ হবে।”