Sunday 20 April, 2025

কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:46, 18 April 2025

কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ২০২৫ এএইচএফ কাপ হকির লড়াই। টুর্নামেন্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের হকি দল ৫-১ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ দুই কোয়ার্টারে আগ্রাসী হকির প্রদর্শনীতে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন সোহানুর রহমান সবুজ।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন খুলে দেন। ঠিক ছয় মিনিট পরেই কাজাখস্তান পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দুই কোয়ার্টার শেষে স্কোর ছিল ১-১।

তৃতীয় কোয়ার্টারে শুরু হয় বাংলাদেশের দাপট। ৩৮ মিনিটে নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন। এর এক মিনিট পরেই রাকিবুল হাসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান।

৪৪তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এর মাধ্যমে বাংলাদেশ ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।