Thursday 16 January, 2025

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:53, 11 January 2025

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়কাল ধরে তিনি বোলিং করতে পারবেন না, তবে ব্যাটসম্যান হিসেবে তার খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

বার্মিংহামের পর চেন্নাইতেও তার বোলিং অ্যাকশন শোধরাতে ব্যর্থ হওয়ায়, আইসিসি এই সিদ্ধান্ত নেয়। সাকিবের বোলিং অ্যাকশন আইসিসির নিয়মের পরিপন্থী হওয়ায় তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গিয়ে আবারও ব্যর্থ হন। এর ফলস্বরূপ, তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে নিষেধ করা হয়েছে।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকটি পরীক্ষায় ব্যর্থ হলে তিনি পরবর্তী এক বছর পর্যন্ত বোলিং করতে পারবেন না। এই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানোর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়লে, সাকিব আল হাসান ওই ডেলিভারি বাদ দিয়ে বাকি ডেলিভারি করতে পারবেন। তবে যতক্ষণ না তিনি ওই ত্রুটিপূর্ণ ডেলিভারিটি শোধরান, ততক্ষণ পর্যন্ত সে ডেলিভারি ব্যবহার করতে পারবেন না। যদি তিনি ম্যাচে ওই ত্রুটিপূর্ণ ডেলিভারি ব্যবহার করেন, তবে তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করা হবে। তবে এ সময়ে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।

এক বছরের পর, যদি তিনি আইসিসির স্বীকৃত পরীক্ষাগারে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, তবে তার বোলিংয়ে কোনো বাধা থাকবে না।